Logo

জগন্নাথের ভর্তিযুদ্ধ, আসন প্রতি লড়বে ৭১ জন শিক্ষার্থী

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:১২
13Shares
জগন্নাথের ভর্তিযুদ্ধ, আসন প্রতি লড়বে ৭১ জন শিক্ষার্থী
ছবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে। পাঁচটি ইউনিটে মোট ২,৮১৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৪ হাজার। ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে প্রায় ৭১ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন।

২০ নভেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে ৩ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

গত বছরের মতো এ বছরও জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, কুমিল্লা ও খুলনা—এই তিনটি আঞ্চলিক কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

গতবার বহুনির্বাচনি ও লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এবার লিখিত অংশ বাদ দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD