Logo

জকসু নির্বাচন স্থগিত, ভিসি ভবন অবরুদ্ধ শিক্ষার্থীদের

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৭
2Shares
জকসু নির্বাচন স্থগিত, ভিসি ভবন অবরুদ্ধ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও, খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি বৈঠকে বসে। এরপর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা উপাচার্য ভবনের ফটক অবরোধ করে অবস্থান নেন এবং নির্বাচনের স্থগিতাদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিলও শুরু করেন।

বামজোট সমর্থিত ‘মৌলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, কোনভাবেই নির্বাচন স্থগিত করা যাবে না। আমরা আমাদের ভোটের অধিকার আদায় করব। একজন শিক্ষার্থীও ভোট না দিয়ে ক্যাম্পাস ছাড়বে না।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের এক শিক্ষার্থী বলেন, জকসু নির্বাচন কোনো রাজনৈতিক বিষয় নয়। এত ভোটার ও প্রার্থী এখানে উপস্থিত, ভোট না দেওয়া মানে আমাদের অধিকার নস্যাৎ করা। আজ যদি নির্বাচন স্থগিত হয়, ভবিষ্যতে নির্বাচন হওয়াও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

জানা গেছে, নির্বাচনের স্থগিতাদেশ ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের অসন্তোষ ও উপাচার্য ভবনের ভিসি কক্ষে অবস্থান নেয়া চলতে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD