এনপিআইয়ের সিভিল ১৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ১৮ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানের হল মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক বিদায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় বিভাগীয় প্রধান (সিভিল) আরেফীন নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামসুর রহমান (পরিচালক এনপিআইইউবি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (পরিচালক, এনপিআই), ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র শিকদার (অধ্যক্ষ, এনপিআই) ও উক্ত বিভাগের শিক্ষক মোঃ আবদুল আওয়াল, সজীব চন্দ্র শীল প্রমুখ।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে আরেফীন নাহিদ বলেন, এনপিআইয়ের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেশের জন্য অবদান রাখবে। আমি তাদের সাফল্য কামনা করছি।
বিদায়ী ১৮ ব্যাচের শিক্ষার্থীরা জানান, এনপিআইয়ের থেকে যে শিক্ষা পেয়েছি তা আমাদের ভবিষ্যৎ জীবনে ফলপ্রসু হবে।








