Logo

স্থগিত হওয়া জকসু নির্বাচন হবে ৬ জানুয়ারি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৮
7Shares
স্থগিত হওয়া জকসু নির্বাচন হবে ৬ জানুয়ারি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাময়িকভাবে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও সাধারণ শিক্ষার্থী সংসদ নির্বাচনের তারিখ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, নির্বাচন আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য বলেন, আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জকসু নির্বাচন, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমরা জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিই। পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সকালে নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা আয়োজন করে এবং নির্বাচন স্থগিত করার ঘোষণা দেয়। শিক্ষার্থীরা পরে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেন।

উপাচার্য ড. রেজাউল করিম আরও জানিয়েছেন, বিভিন্ন পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত নতুন তারিখে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD