Logo

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৭
6Shares
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হবে। একই সঙ্গে প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। পরিস্থিতির প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জাতীয় রাজনীতিতে অবদান ও দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য স্মরণে বিশেষ একাডেমিক সেমিনার ও স্মরণসভা আয়োজন করা হবে। শোক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিয়া’, হল, হোস্টেল ও আবাসিক এলাকায় মরহুমার আত্মার শান্তির জন্য কোরআনখানি, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহন ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট রুট অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক বাস জানাজাস্থলের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD