Logo

চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫৮
3Shares
চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজার আয়োজন করা হয়।

জানাজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন মেরিন সাইন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।

জানাজায় আরও অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জানে আলমসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা।

জানাজার নামাজে ইমামতি করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব আবু দাউদ মোহাম্মদ মামুন। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD