Logo

জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৬ জানুয়ারি, ২০২৬, ২১:৫৯
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল সমস্যার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে এই সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

ড. আনিসুর রহমান বলেন, ভোট গণনার জন্য দুইটি কোম্পানি থেকে মোট ছয়টি মেশিন আনা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ যাবৎ প্রযুক্তিগত সমস্যার কারণে ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে আমরা কেন্দ্রীয় সংসদের সব ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স সেন্ট্রাল অডিটোরিয়ামে পৌঁছায় বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর গণনা শুরু হলে দুইটি মেশিন আলাদা ফলাফল প্রদর্শন করতে থাকে, যা তিন ঘণ্টারও বেশি সময় ধরে সমাধান করা সম্ভব হয়নি।

এর আগে গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করা হয়। ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত প্রদান করেন। সেই সময়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্তে স্বাক্ষর প্রদান করেন।

বিজ্ঞাপন

তবে ৫ জানুয়ারি ছাত্রদল সমর্থিত প্যানেল হঠাৎ ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানায়, যা নির্বাচন কমিশনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা পুনরায় শুরু হওয়ার আগে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান নিশ্চিত করা হবে, যাতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় থাকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD