Logo

ঢাবির চার আওয়ামীপন্থি শিক্ষককে স্থায়ী বহিষ্কারের পথে সিন্ডিকেট

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৮ জানুয়ারি, ২০২৬, ২১:৪৪
ঢাবির চার আওয়ামীপন্থি শিক্ষককে স্থায়ী বহিষ্কারের পথে সিন্ডিকেট
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চার শিক্ষককে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হবে। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে স্থায়ী বহিষ্কার কার্যকর করা হতে পারে।

ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিন্ডিকেট সভায় অভিযোগের ভিত্তিতে চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শোকজের পরপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষকদের তালিকায় রয়েছে— সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় এই শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, আন্দোলন দমনে প্রশাসনের সহায়তা করেছিলেন এবং বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী, অভিযুক্তদের কাছে শোকজ নোটিশ পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তাদের স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র বলেছে, এই সিদ্ধান্ত শিক্ষার্থী আন্দোলনের স্বাধীনতা ও শিক্ষার স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD