Logo

জকসুর ১৪ কেন্দ্রের ফল: ভিপিতে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৪
জকসুর ১৪ কেন্দ্রের ফল: ভিপিতে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ভোটের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে আছে।

বিজ্ঞাপন

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা লিড করছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত প্রকাশিত ফলাফলের অনুযায়ী, ভিপি পদে একেএম রাকিব ১৬৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১৪২৪ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

জিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ ১৬১২ ভোট পেয়ে এগিয়ে আছেন, আর ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৭৯৩ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবিরের মাসুদ রানা ১৪৬৬ ভোট নিয়ে সামনের অবস্থানে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৫৮ ভোট।

শীর্ষ তিনটি পদ ছাড়াও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবিরের প্রার্থীরা এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে এখনও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল লিড করছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলিতেও ছাত্রদল-প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ স্থগিত থাকলেও পরে ম্যানুয়াল ও মেশিন পদ্ধতিতে গণনা শুরু হয়। তবে পুরো নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ১৪টি কেন্দ্রের ফল প্রকাশের পরও জকসু ও হল সংসদসহ ২৫টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি রয়েছে।

এর ফলে এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়ায় ভোটার ও ছাত্রনেতাদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বাকি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হলে চূড়ান্ত ফলাফলের চিত্র আরও স্পষ্ট হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD