ঢাবির দুই হলের নাম পরিবর্তনের সুপারিশ সিন্ডিকেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। একই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডাকসু নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এই দুটি হলের নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, এর আগে হল দুটির নাম পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন ডাকসু নেতারা। সেই দাবির আলোকে সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন হলে আলোচনার পর নাম পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত আসে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি সিনেটে পাঠানো হবে।
বিজ্ঞাপন
এদিকে একই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামী লীগপন্থী চার শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়ার বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মো. মশিউর রহমান। পাশাপাশি অধ্যাপক মাহমুদা খাতুন ও অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরীকে সতর্ক করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
বিজ্ঞাপন
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে চার্জশিট গঠন এবং শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।








