শাবিপ্রবিতে গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তাল ক্যাম্পাস

বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
বিজ্ঞাপন
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের আশঙ্কায় তীব্র প্রতিবাদ জানান।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ২৮ বছর পর শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় আগামী ২০ জানুয়ারি। ঘোষণার পর থেকেই প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের প্রচারণায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
ওই প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না। এই ঘোষণার পর শাকসু নির্বাচন স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনটি যদি কার্যকর ও চূড়ান্ত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শাকসু নির্বাচন স্থগিত করা হতে পারে।
বিজ্ঞাপন
এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভরত শিক্ষার্থীরা অবিলম্বে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি—এ নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।
আন্দোলনকারীরা আরও জানান, দাবি আদায় না হলে শাবিপ্রবি ক্যাম্পাস থেকেই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মধ্যরাতেও ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে এবং শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে।








