Logo

সোমবার থেকে নতুন কর্মসূচিতে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৫ জানুয়ারি, ২০২৬, ১৮:৪৯
সোমবার থেকে নতুন কর্মসূচিতে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

ঢাকার সরকারি সাতটি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে ফের আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে নতুন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নঈম হাওলাদার গণমাধ্যমকে জানান, সোমবার সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীদের গণজমায়েত আয়োজন করা হবে। একই সঙ্গে সেখানে একটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

বিজ্ঞাপন

এই আন্দোলনে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মিছিল চলাকালে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ এবং ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় তারা হতাশ।

বিজ্ঞাপন

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক হাসান বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারিই তাদের একমাত্র দাবি। আর কোনো সময়ক্ষেপণ তারা মেনে নেবেন না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবারের কর্মসূচির পর প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের দিকে যেতে পারেন তারা। তবে সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD