সড়ক অবরোধে আটকা ঢাবির বাস, শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় ফের অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে সেখান দিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস আটকা পড়ে, যা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাকবিতণ্ডা দেখা দেয়। তবে ঘটনা বড় ধরনের সংঘাতে যায়নি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
গতকালও (বুধবার) ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ কর্মসূচী পালন করে সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও তাদের কর্মসূচি দিনের বিভিন্ন সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে স্থগিত বা সীমিতভাবে হয়। দুপুর সাড়ে ১২টায় মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ শুরু হয়। দুপুর পৌনে ১২টায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। দুপুর একটায় তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় ১০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ছাড়েন। সাড়ে ৩টার দিকে তাঁতীবাজার মোড় থেকে আন্দোলনকারীরা সরে যান। বিকেল ৫টা ৪০ মিনিটে সায়েন্সল্যাব মোড়ও ছেড়ে দেন তারা।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি হওয়া প্রয়োজন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
বিজ্ঞাপন
সাত কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন মূলত সাত কলেজকে কেন্দ্র করে গঠিত নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি বাস্তবায়নের লক্ষ্যে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে কর্মসূচি আরও জোরদার করা হবে।








