আজও সায়েন্সল্যাবে সড়ক অবরোধ শিক্ষার্থীদের, বন্ধ যান চলাচল

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে অবরোধ করেছেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
পূর্বঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। তাদের উপস্থিতিতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের প্রধান দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দ্রুত জারি। সাতটি কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই ঘোষণা করা হলেও চূড়ান্ত অধ্যাদেশ বিলম্বিত হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে, বুধবারও সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করে। সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মিছিল ও অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত বছর ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ খসড়া প্রকাশ করে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের দাবি, ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দিয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়ন না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীরা জানান, সম্ভাব্য ১৫ জানুয়ারির উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।








