অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক

সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় চলমান শিক্ষার্থীদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়েছে। বুধবার বিকেল ৪টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ওই এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
বিজ্ঞাপন
এর আগে দুপুর থেকে ফার্মগেট মোড় এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। কয়েক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এখনো পর্যন্ত তাদের দাবির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা আপাতত সড়ক ছেড়েছেন। তবে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তারে দ্রুত অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সাকিবুল হাসান রানার মৃত্যুর এক মাসেরও বেশি সময় পার হলেও বিচারিক প্রক্রিয়ায় কার্যকর কোনো অগ্রগতি চোখে পড়ছে না। এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তারা অনড় রয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর, ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এর আগেও একাধিকবার রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।








