প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকার ধামরাই থানার বিশেষ অভিযানে কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ধামরাই কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঢাকা আরিচা মহাসড়কে কালামপুর বাসস্ট্যান্ডে আরাফাত হোটেলের সামনে একটি প্রাইভেটকার দাঁড়ানো ছিল। পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারটি কাছে গেলে মাদক কারবারিরা প্রাইভেটকার থেকে নেমে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। পড়ে পুলিশ দৌড়িয়ে গিয়ে তাদের আটক করে। এ সময় প্রাইভেটকারে থাকা পাটের বস্তার ভিতর থেকে গেরুয়া রংয়ের কসটেপে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে প্রাইভেটকারসহ আসামিদের আটক করে থানায় নিয়ে আসে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চন্ডিদোয়ার গ্রামের মো: আক্তার মিয়া (৪২) একই এলাকার মো: হুমায়ুন কবির (৫২)।
সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে মাদক (গাঁজা) বেচা-কেনা করছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে একটি প্রাইভেটকার ও ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবাররিকে আটক করে থানায় নিয়ে আসি।
বিজ্ঞাপন
এ বিষয়ে ধামরাই থানার ওসি মো: মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।