মধ্যরাতে রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকার ফার্মগেট হলিক্রস কলেজের ১ নম্বর গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বুধবার (০৮ অক্টোবর) রাত ১০টায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে কে বা কারা হঠাৎ হলিক্রস কলেজের ১ নম্বর গেইটের সামনে ককটেল নিক্ষেপ করেন। একটি ককটেল বিস্ফোরিত হলেও দু’টি ককটেল অবিস্ফোরিত উদ্ধার করা হয়। রাত ১১টা ৩০মিনিট পর্যন্ত ঘটনাস্থলে তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত দেখা গেছে।
আরও পড়ুন: মুফতি আমির হামজার ওপর হামলা
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, রাত ১০টায় ফার্মগেটে হলিক্রস কলেজের গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থানা-পুলিশ ও টহলরত সেনাবাহিনীর সদস্যরা আসেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
তিনি আরও বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসেপাশে সিসিটিভি ফুটেজ দেখা সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।