Logo

মুফতি আমির হামজার ওপর হামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
৮ অক্টোবর, ২০২৫, ১৪:৩৩
51Shares
মুফতি আমির হামজার ওপর হামলা
প্রতীকী ছবি।

রাজধানীর জুরাইন এলাকায় রিকশাচালকের কাছে চাঁদা দাবি করার ঘটনায় প্রতিবাদ জানানোয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে স্থানীয় একদল বখাটে চাঁদা দাবি করে। রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা তার ওপর চড়াও হয়। এ ঘটনার প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা করে তারা।

বুধবার (৮ অক্টোবর) এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বিজ্ঞাপন

জানা যায়, হামলায় মাথা ফেটে গুরুতর আহত হন হামজা। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তার।

এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, ২৪’শের আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেওয়ার চেষ্টায় লিপ্ত। তাদের এখনই রুখে দিতে হবে। নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে।

বিজ্ঞাপন

প্রশাসনকে ঘটনার তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মাওলানা মাদানী বলেন, এ ঘটনাকে আমরা সাধারণভাবে দেখছি না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একটা ধারাবাহিক অংশ। এ দেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাল্লাহ।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD