ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় সড়কে থেমে থাকা একটি ইট বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় তিনজন আহত হয়েছে। আহত তিনজনই সিএনজির যাত্রী।
বিজ্ঞাপন
তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। যাত্রী নিয়ে সিএনজিটি ঢাকা যাচ্ছিল। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত পৌণে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ইট বোঝাই ট্রাকটি যান্ত্রিকত্রুটি হলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। দ্রুতগতিতে এসে সিএনজি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে সিএনজির ৩ আরোহী আহত হন। সংঘর্ষের ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
বিজ্ঞাপন
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিকভাবে ওই তিনজনের পরিচয় জানা সম্ভব হয়নি।