ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্মহত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় কনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছেন এক নববধু। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেন বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের শান্ত শেখের ছেলে রতন আলী শেখের সঙ্গে।
বিয়ের দুই দিন পর নববধু তার বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানান, আর শ্বশুরবাড়ি ফিরে যাবেন না। কিন্তু পরিবারের চাপে পরে আবারও তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এরপর সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নববধু হিরা খাতুন (২০) নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। আত্মহত্যার আগে তিনি তার প্রেমিকের উদ্দেশে একটি চিঠি লিখে যান।
চিঠিতে হিরা খাতুন লেখেন- “ভালো থাইকেন আমাকে আর হয়তো পাবেন না! আমি চায় ছিলাম আমার সখের পুরুশের সাথে থাকতে কিন্তু সেটা তো আর সম্ভব না। আপনাদের কাছে আমার সেষ ইচ্ছা আমি মারা যাওয়ার পর আমার করর টা সুমনের বারির সামনে হবে। আমি যেই গ্যালারি ব্যবহার করি মায়ের কোনে ওই গ্যালারির নিরাপত্তা ফোল্ডারে আমার অনেক সখের ছবি আছে ওই ছবি গুলা যন্ত্র করে রেখে দিবেন pass(7216) আমার সয়ার ঘরটা আমার আরাফাত ভাইয়ার কাছে দিয়ে দিয়েন। ইতি(হিরা)”
আরও পড়ুন: রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
বিজ্ঞাপন
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মেয়ের বাড়ি অন্য জেলায় হওয়ায় হাতের লিখাটি সনাক্ত করা সম্ভব হয় নি।