হতদরিদ্র কলু মোস্তাকিমের পাশে দাঁড়াচ্ছেন তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল গ্রামের হতদরিদ্র কলু মোস্তাকিনের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবারকে’ নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট ম্যাডিয়ায় ৭০ বছরের কলু বৃদ্ধ মোস্তাকিম ও তার স্ত্রীসহ ৩ যুগ ধরে বুক দিয়ে ঘানি টানার সংবাদ প্রচার হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসায় তিনি ওই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ‘আমরা বিএনপি পরিবারকে’ নির্দেশ দেন।
বিজ্ঞাপন
আগামী ৯ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন তার বাড়ীতে যেয়ে ২টি অটো রিক্সা ও মোস্তাকিমের মেজ ছেলে শাহাজাহানের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবেন বলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আব্দুল গফুর সরকার মঙ্গলবার বিকালে জানান।
উল্লেখ্য যে, সংসারের টানাপোড়েনের জন্য কলু মোস্তাকিম গরু কিনতে না পেওে নিজেই ৩ যুগ ধরে বুক ও কোমর দিয়ে ঘানি টানেন। তাকে সহযোগিতা করেন স্ত্রী ছকিনা। ওই দম্পত্তির সংসারে ৯ সদস্য। এর মধ্যে ৩ জন প্রতিবন্ধি।
বিজ্ঞাপন