রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামের একটি গরুর খামারের স্বত্ত্বাধিকারী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে দলে তার আনুষ্ঠানিক পদ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মদুনাঘাট ব্রিজের কাছে অবস্থানকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়।
কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তীতে জানানো হবে।
এদিকে, আবদুল হাকিমের মৃত্যুর খবরে রাউজানসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই রাঙ্গামাটি মহাসড়কের রাউজান অংশে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। বিক্ষোভে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।