Logo

জোবায়েদ হত্যাকাণ্ডে বর্ষা নির্দোষ, দাবি পরিবারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১১:২৫
22Shares
জোবায়েদ হত্যাকাণ্ডে বর্ষা নির্দোষ, দাবি পরিবারের
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে পুলিশের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিবার।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মেয়েকে জড়াচ্ছে এবং বর্ষা নির্দোষ।

গত ১৯ অক্টোবর টিউশনি করতে গিয়ে ছাত্রীর বাসার সিঁড়িতে খুন হন জোবায়েদ হোসেন। বংশাল থানায় মামলার পর পুলিশ বর্ষা, তার বন্ধু মাহির রহমান এবং মাহিরের বন্ধু আলাইনকে গ্রেপ্তার করে।

পরদিন পুলিশ জানায়, “ত্রিভুজ প্রেমের জেরে” এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বিজ্ঞাপন

তবে বর্ষার পরিবার এই দাবি সরাসরি অস্বীকার করেছে। বর্ষার মা আনিকা রহমান বলেন, বর্ষা যদি তার স্যারকে হত্যা করাত, তাহলে নিজের বাড়ির ভেতরে কেন করাত? আর জোবায়েদের সঙ্গে যদি প্রেমের সম্পর্ক থাকত, তাহলে মাহিরকে কেন বলত খুন করতে? আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সময় বর্ষা বাসাতেই ছিল। আমি সারাদিন বাসায় ছিলাম, বর্ষাও বের হয়নি। ঘটনার একটু আগে আমি ওকে ভাত খাওয়াচ্ছিলাম। জোবায়েদ খুন হওয়ার খবর শুনে আমরা নিচে নামি। বর্ষা তখন ‘স্যারকে মেরে ফেলেছে!’ বলে চিৎকার করছিল।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, বর্ষা গহনা বিক্রি করে মাহিরকে গাড়ি কিনে দিয়েছে। এ বিষয়ে বর্ষার মা বলেন, আমার গহনা ঘরে রাখি না। বর্ষা যদি বিক্রি করত, আমি জানতাম না কীভাবে?

২১ অক্টোবর পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ষা ও মাহিরের ৯ বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু বর্ষার মা বলেন, ওরা ছোটবেলা থেকে প্রতিবেশী ছিল, স্বাভাবিকভাবে কথা বলত। ৯ বছর নয়। এক-দেড় বছরের সম্পর্ক থাকতে পারে, তার বেশি নয়।

বিজ্ঞাপন

বর্ষার বাবা গিয়াসউদ্দিন বলেন, পুলিশ বলেছে, বর্ষা পরিকল্পনা করে স্যারকে খুন করিয়েছে। আসলে বর্ষা এই ঘটনায় কিছুই জানত না। হয়তো ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে।

বর্ষার মা জানান, হত্যার দিন বর্ষা স্যারকে ফোন করে অবস্থান জানতে চায়। স্যার নিজেই লোকেশন শেয়ার করেছিলেন। ওই লোকেশন বর্ষা কারও সঙ্গে শেয়ার করেনি, ফোন চেক করলে প্রমাণ পাওয়া যাবে।

জোবায়েদকে হত্যার পেছনে মাহিরের ঈর্ষা কাজ করেছে বলে দাবি বর্ষার মায়ের। তিনি বলেন, স্যার বর্ষাকে পড়াত, এটা মাহির পছন্দ করত না। সেই ক্ষোভ থেকেই হয়তো এই কাজ করেছে।

বিজ্ঞাপন

শেষে তিনি বলেন, আমরা চাই জোবায়েদের হত্যার বিচার হোক। কিন্তু আমার মেয়েটাকে যেন ফাঁসানো না হয়। বর্ষা এই খুনের সঙ্গে জড়িত নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD