Logo

মধ্যরাতে এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৫, ০২:২১
39Shares
মধ্যরাতে এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

অবিলম্বে ‘নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা–২০২৫’ অনুমোদন এবং অধিযাচিত শূন্য পদগুলোতে দ্রুততম সময়ে নিয়োগের সুপারিশ করার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাংলামোটরে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ফার্মগেট ও শাহবাগ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দেখা যায় রাত সাড়ে ১১ টার পরও তারা সেখানে আবস্থান করেন।

আন্দোলনকারীদের কয়েকজন জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন।

বিজ্ঞাপন

এর আগে, সকালে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়। এ সময় তাদের মারধর করা হয় বলে  অভিযোগ করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা।

একজন আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বছরের পর বছর অপেক্ষা করছি। প্রশাসন বারবার আশ্বাস দিলেও বাস্তবে কিছুই হচ্ছে না। বিধিমালা পাস না হওয়ায় আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’

আন্দোলনকারীরা আরও বলেন, এনসিপি একটি তারুণ্যনির্ভর দল। তাই আমরা মনে করি আমাদের আন্দোলনে তারা সহযোগিতা করবে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, বাংলামোটরে সড়কের পূর্ব পাশে ২০ থেকে ২৫ জন লোক অবস্থান করছেন। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে অন্য পাশ দিয়ে যানবাহন চলছে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও এনসিপির দায়িত্বশীল পর্যায়ের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

 

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD