Logo

অবশেষে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা, স্বাভাবিক যান চলাচল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৫:৩০
12Shares
অবশেষে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা, স্বাভাবিক যান চলাচল
ছবি: সংগৃহীত

প্রায় এক ঘণ্টা অবরোধের পর রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে সড়কে পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করলেও পরে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দুপুর পৌনে ১২টার দিকে সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে জড়ো হয়ে অবরোধ শুরু করেন।

বিজ্ঞাপন

তাদের দাবিগুলোর মধ্যে ছিল- অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবি। এতে শাহবাগ, তেজগাঁও ও কাওরান বাজারমুখী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অবরোধের প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সিটি করপোরেশন বরাবর স্মারকলিপি জমা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর সড়ক ছেড়ে দেন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সব দাবি বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পরপরই পুলিশ ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি ছিল-

১. ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী সিফাতের হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার ঘটনায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিজ্ঞাপন

২. ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও ভবঘুরে উচ্ছেদ করতে হবে।

৩. নো পার্কিং জোন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

৪. রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে স্পিডব্রেকার, ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবারও (২২ অক্টোবর) সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেছিলেন। বৃহস্পতিবারের আন্দোলনের মাধ্যমে তারা আবারও নিরাপদ সড়কের দাবিতে নতুন করে সোচ্চার হয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD