Logo

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১১:০২
48Shares
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি। তার বাবা মো. ইমরান আগেই মারা গেছেন।

বিজ্ঞাপন

নিহতের বন্ধু আফতাব হোসেন জানান, রাতে ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ চলছিল। সেটি দেখতে বাসা থেকে বের হয় জাহিদ। একপর্যায়ে একটি ককটেল তার পায়ের কাছে বিস্ফোরিত হয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক জানান, জাহিদ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বুনিয়া সোহেল গ্রুপ ও পিচ্চি রাজা-চুয়া সেলিম গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ ঘটে। গত কয়েকদিন ধরেও উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষ চলছে। দুই দিন আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩২টি ককটেলসহ কয়েকজনকে আটক করে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD