Logo

ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধে থমকে গেছে যান চলাচল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৪:০২
10Shares
ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধে থমকে গেছে যান চলাচল
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে “নিরাপদ সড়ক চাই” স্লোগান দিতে দিতে ট্রাফিক সিগন্যালের চারপাশে অবস্থান নেন। এতে ফার্মগেট থেকে শাহবাগ, কাওরান বাজার ও তেজগাঁওমুখী সড়কে যানজট সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে ট্রাকচাপায় সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর থেকেই সহপাঠী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে।

বুধবারও শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একই স্থানে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছিলেন। বৃহস্পতিবারের আন্দোলনে তারা আরও ক্ষোভ প্রকাশ করেন, কারণ তাদের দাবি অনুযায়ী প্রশাসনের কিছু কর্মকর্তার বক্তব্যে শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায়বিচার চাই, সন্ত্রাসী নই। প্রশাসনের পক্ষ থেকে ক্ষমা চাওয়া না পর্যন্ত আমরা শান্ত হব না।”

ফার্মগেট মোড়ের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD