ঢাকায় এ পর্যন্ত আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী ঢাকায় চলতি বছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বেশিরভাগই আটক হয়েছেন ঝটিকা মিছিলের সময়। সর্বশেষ শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের দাবি—পলাতক নেতাদের অর্থায়নে এসব নেতাকর্মী রাজধানীতে আকস্মিক মিছিল করছে। রাস্তার পাশে কিংবা গলিতে মুহূর্তের জন্য ছোট দলে জড়ো হয়ে মিছিল শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ছে তারা সাধারণ ভিড়ের মধ্যে।
শুক্রবার ভোর থেকেই রাজধানীর একাধিক থানায় নিরাপত্তা অভিযান চালানো হয়। এর মধ্যে শেরে বাংলা নগর এলাকা থেকে একসঙ্গে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ বলছে—এটি গণগ্রেপ্তার নয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা ঠেকাতে অভিযান, জননিরাপত্তায় এ ধরনের তৎপরতা নিয়মিতভাবে চালানো হবে।
তবে রাজনৈতিক নেতাকর্মীদের এমন চলাফেরা ও গ্রেপ্তার নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে—ঢাকার রাজপথে উত্তেজনা কি আবারও বাড়ছে?








