মিরপুরে জোড়া ককটেলসহ গ্রেফতার ১

রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘সকালে রাজধানীর মিরপুর-১৪ থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় কড়া প্রহরায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে বুধবার থেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন র্যাব ও সেনা সদস্যরাও।
এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যেও ঢাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।








