Logo

শাহজালাল বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৫, ১২:২১
20Shares
শাহজালাল বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয় বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে। এর কিছুক্ষণ পর বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তায় দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনে কারা জড়িত বা উদ্দেশ্য কী—সবকিছু খতিয়ে দেখছে। তদন্ত চলছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD