উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দু’টি ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, হঠাৎ দু’টি বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশেই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং অল্প সময়ের মধ্যেই দুর্বৃত্তরা সটকে পড়ে। কেন বা কারা এ হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা এলাকায়ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনাতেই কেউ আহত না হলেও শহরে অস্থিরতা ও উদ্বেগ আরও বেড়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারকাজ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। রায়কে ঘিরে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয়। এরপর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়ছে।








