হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মধুবাগ ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের পর স্থানটি ধোঁয়ায় ঢেকে যায়। এসময় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজ্ঞাপন
এদিকে স্থানীয়রা আতঙ্কে পড়েন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশকে তৎপর থাকতে অনুরোধ জানান। পুলিশ বিস্ফোরণের কারণ ও দায়িত্বরতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।








