Logo

লাখো মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৭
27Shares
লাখো মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান রীতিমতো মানুষের স্রোতে ভরে ওঠে। পায়ে হেঁটে, বাসে, নিজস্ব গাড়িতে এবং মেট্রোরেলে করে দেশের বিভিন্ন জেলা থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ সম্মেলনস্থলে পৌঁছান।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সম্মেলন দুপুর পর্যন্ত চলবে।

সরেজমিনে দেখা যায়, সকাল বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বাড়তে থাকে। কিছু সময়ের মধ্যেই উদ্যানে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। আয়োজকদের ভাষ্যমতে, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় বৈশ্বিক মুসলিম ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এই সমাবেশ লাখো মানুষের উপস্থিতিতে এক ঐতিহাসিক চিত্র তৈরি করেছে।

বিজ্ঞাপন

সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

আয়োজকরা জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষ আলেমরা উপস্থিত হয়েছেন।

যাদের মধ্যে আছেন- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের বিশ্ব নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

বিজ্ঞাপন

এ ছাড়াও দেশের বিভিন্ন মাহফিল ও মাদরাসাভিত্তিক সংগঠনের অর্ধশতাধিক শীর্ষ আলেম-ওলামা যোগ দিয়েছেন। তাদের মধ্যে আছেন—

হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকসহ অনেকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘খতমে নবুওয়ত’ শব্দ দুটি আরবি—খতম অর্থ শেষ, নবুওয়ত অর্থ নবিত্ব বা পয়গম্বরত্ব। ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী—এই আকিদাকেই ‘খতমে নবুওয়ত’ বলা হয়।

পবিত্র কোরআনের সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে- “মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা নন; তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী।”

এই বিশ্বাসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্য ও অবস্থান জোরালো করতেই আয়োজিত হয়েছে আজকের এ মহাসম্মেলন। আয়োজক কমিটির প্রত্যাশা—দিনব্যাপী এ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং খতমে নবুওয়তের আকিদা রক্ষায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD