কেরানীগঞ্জে থানায় আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।
তিনি জানান, আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী একজন জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুই ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা গেছে। অন্ধকোরে তাদের চেনা যায়নি।
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও তিনি দাবি করেন, আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।








