গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশান এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) রাজউকের জোন ৪/২ এর আওতাধীন গুলশানে আবাসিক ভবনে অননুমোদিত ও অ-আবাসিক ব্যবহার বন্ধ এবং অবৈধভাবে নির্মিত একাধিক দোকান-রেস্টুরেন্ট মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অপসারণ করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এবং গুলশান সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক-বাণিজ্যিক ব্যবহার করায় মোট ৪টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউক।
মোবাইল কোর্ট চলাকালে গুলশান তাজউদ্দীন পার্কে, পার্কের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ইয়ুথ ক্লাবে বাণিজ্যিক ব্যবহার করায় ক্লাবের অফিস ভবন সিলগালা করা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও গুলশান পিংকসিটি শপিং মলের বেজমেন্টে অবৈধভাবে নির্মিত স্থাপনা ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে গুলশান ৯৮ নং রোডে নির্মাণাধীন একটি রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ মিটার ডেসকোর কাছে হস্তান্তর করা হয় এবং গুলশান ৯৭ নং রোডে আবাসিক ভবনে একসাথে আটটি সিলিন্ডার দিয়ে বিপদজনক ভাবে বাণিজ্যিক রেস্টুরেন্ট পরিচালনা করায় রেস্টুরেন্টেটি বন্ধ ঘোষণা করা হয়ে এবং সিলিন্ডার অপসারণ করা হয়। এ সময় গুলশান ৯৮ নং রোডে অবৈধ রেস্টুরেন্টে গ্রিন এণ্ড পেপারসের কার্যক্রম বন্ধ করে সীলগালা করা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও মোবাইল কোর্টে বাড্ডা পুর্নবাসান এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত ২টি দোকান অপসারণ করা হয়। রাজউকের ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাসমূহ অপসারণের লক্ষ্যে রাজউক কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।








