Logo

আবার উত্তপ্ত ধানমন্ডি ৩২, শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১৬:৫৩
26Shares
আবার উত্তপ্ত ধানমন্ডি ৩২, শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চেষ্টা করা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা-ধাওয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই উত্তপ্ত পরিস্থিতি রেকর্ড করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করে বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙার উদ্দেশ্যে। এরপর পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা এস্কাভেটর নিয়ে বাড়ির প্রবেশমুখে পৌঁছালে পুলিশ তাদের থামায়। এ সময় ছাত্র-জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা বাড়ায় পুলিশ পাল্টা ধাওয়া চালিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।

এদিকে সেনাবাহিনী ধানমন্ডি ৩২-এর আশপাশের সড়কগুলো পুরোপুরি ঘিরে রাখে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল- “মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না”, “৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।”

জুলাই গণঅভ্যুত্থানের পরও ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে ধাপে ধাপে ধ্বংস করা হয়েছিল। কিন্তু সোমবারের ঘটনায় দেখা যায়, উত্তেজনা ও সংঘর্ষের কারণে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত থাকায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানাচ্ছেন, ভবিষ্যতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD