রামপুরায় পার্কিংয়ে রাখা ট্রাকে মধ্যরাতে আগুন

রাজধানীর রামপুরার ত্রিমোহিনী এলাকায় সড়কের পাশে রাখা একটি ট্রাকে মধ্যরাতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় ২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, একটি এলপি গ্যাসের গুদামের পাশেই ট্রাকটি পার্কিং করা ছিল। হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের সহায়তায় রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আগুন পুরোপুরি নেভানোর পর যানবাহনের চলাচল স্বাভাবিক হয়ে যায়।
বিজ্ঞাপন
কাদের দ্বারা বা কী উদ্দেশ্যে ট্রাকটিতে আগুন দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তদন্ত এগিয়ে নিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।








