হঠাৎ ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

ঢাকার মেট্রোরেলের বিদ্যুৎচালিত ট্রেন চলাচলে বুধবার দুপুরে সাময়িক বিঘ্ন ঘটে। উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর কাপড় পড়ায় ২০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
বিজ্ঞাপন
ডিএমটিসিএলের (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) জনসংযোগ বিভাগের বরাতে জানা গেছে, দুপুর ১২টা ২২ মিনিটে কাপড়টি খুঁজে বের করে অপসারণের জন্য ট্রেন চলাচল সাময়িক স্থগিত করা হয়। ২০ মিনিট পর, দুপুর ১২টা ৪২ মিনিটে সব ট্রেন আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করে।
মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় যাতে যাত্রীরা নিরাপদ ও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন।








