Logo

কলেজে ছাত্র হত্যার বিচার দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:১৬
6Shares
কলেজে ছাত্র হত্যার বিচার দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার ঘটনায় ক্ষোভের তীব্রতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করে, হত্যার ন্যায্য বিচারের দাবি জানান। অবরোধের কারণে ফার্মগেট এলাকা দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবাদরত শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান দেন। তারা প্রশ্ন তুলছেন—কেন ছাত্রাবাসের ভেতরে সহপাঠীকে হামলা করা হলো এবং কেন রানা নিহত হলেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে আন্দোলন স্থগিত করা হবে না।

শিক্ষার্থীদের বক্তব্য, হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

রানা ১০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মারা যান। তিনি পাঁচদিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে মাদক সেবন, বহিরাগত ছাত্রদের হেনস্থা এবং চাঁদাবাজির মাধ্যমে হলের আধিপত্য বিস্তার করে আসছিল।

গত ৬ ডিসেম্বর রাতে হলে বসে মাদক সেবনের ঘটনা সাধারণ শিক্ষার্থীরা বাধা দেয়। এ ঘটনায় বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ছাত্রদলের গ্রুপটি বহিরাগত শতাধিক ব্যক্তি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং বেধড়ক মারপিটে তিনজনকে আহত করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছিলেন রানা।

রানাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে দ্রুত মালিবাগের প্রশান্ত হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। পাঁচদিনের চিকিৎসার পর বৃহস্পতিবার দুপুরে রানা মৃত্যু বরণ করেন।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা ন্যায়বিচারের জোর দাবিতে ফার্মগেট সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD