বাড্ডায় চলন্ত বাসে আগুন

ঢাকার বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই নিকটস্থ ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসটিতে যাত্রী ছিল কি না, তাও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
বিজ্ঞাপন








