লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
বুধবার বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন লাগার পর পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
বিজ্ঞাপন
প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতির অবনতি হলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাশের একটি ভবনের গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তারা আরও জানান, সংশ্লিষ্ট গোডাউনটি প্রায় ১৮ থেকে ২০ বছর পুরোনো। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।








