Logo

ঢাকায় কড়াকড়ি নিরাপত্তা, বাড়ানো হলো ডিএমপির চেকপোস্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৪
6Shares
ঢাকায় কড়াকড়ি নিরাপত্তা, বাড়ানো হলো ডিএমপির চেকপোস্ট
ছবি: সংগৃহীত

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নগরবাসীর নিরাপত্তা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেল ৪টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও সংযোগস্থলগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার এলাকা, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট সড়ক এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

চেকপোস্টগুলোতে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত এবং অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হতে পারে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে এবং সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD