Logo

৪০ মিনিটের বিরতির পর ফের মেট্রোরেল চলাচল স্বাভাবিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৫
6Shares
৪০ মিনিটের বিরতির পর ফের মেট্রোরেল চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজিত প্যারাজাম্পের কারণে বন্ধ থাকা মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ৪০ মিনিটের স্বল্প বিরতির পর ট্রেনগুলো নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি ঢাকা পোস্টকে জানান, প্যারাট্রুপারদের নিরাপত্তার কারণে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়েছিল। তবে পরে পুনরায় আগের মতোই নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয় এবং বর্তমানে পুরো রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল অব্যাহত আছে।

বিজ্ঞাপন

সরকারি ছুটির দিন হলেও ডিএমটিসিএলের নিয়মিত সময়সূচি অনুসারে আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটে প্রথম ট্রেন ছেড়েছে এবং রাত ১০টা ১০ মিনিটে শেষ ট্রেন চলবে।

ডিএমটিসিএলের নিয়ম অনুযায়ী, সাধারণ দিনে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত যেকোনো স্টেশন থেকে সিংগেল জার্নি টিকিট কেনা ও এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপ করা যায়। শুক্রবার শুধু উত্তরা উত্তর স্টেশনে বিকাল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশনে বিকাল ৩টা ৫ মিনিট থেকে এই সেবা চালু হয়, এবং রাত ৯টা ২০ মিনিটের পর সব টিকিট অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD