পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নির্ধারণ করা হয়নি এবং এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকাতেও ধোঁয়ার ছোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে, যাতে পাশ্ববর্তী স্থাপনা ও মানুষ নিরাপদে থাকতে পারে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, পুরান ঢাকার এই এলাকা বেশ ঘনবসতিপূর্ণ। তাই ফায়ার সার্ভিসের তৎপরতা এবং স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগুনের প্রকৃত কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।








