শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, আহত পথচারী নারী

রাজধানীর রমনা থানার শান্তিনগর এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে এক পথচারী নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ট্রাফিক সার্জেন্ট নুরুল সামাদ বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় তিনি জানান, শান্তিনগর, মগবাজার ও মৌচাক মোড় এলাকায় পরপর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে শান্তিনগর মোড়ের পূর্ব পাশে ফুটপাতে থাকা এক নারীর ওপর ককটেলটি পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্রাফিক সার্জেন্ট বাপ্পি আরও বলেন, ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
পুলিশ সদর দফতর জানিয়েছে, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা একটি গুরুতর অপরাধ এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করছেন।
বিজ্ঞাপন
নাগরিকদের সতর্ক করা হয়েছে, ফ্লাইওভার ও ব্যস্ত এলাকায় কোনও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের দিকে নজর রাখতে এবং শিঘ্রই পুলিশকে তথ্য জানানোর জন্য।








