Logo

হাদি হত্যার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগ মোড় অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ২৩:১৮
8Shares
হাদি হত্যার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগ মোড় অবরোধ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। তাদের দাবি, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধারা সেখানে সমবেত হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, জুলাইয়ের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘাতকের সেই গুলিটি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়েছিল। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি ছিলেন আপসহীন। তার মৃত্যুর খবরটি ফেসবুক পেজে প্রকাশ হওয়ার পর দেশজুড়ে তার অনুসারীদের মধ্যে শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, ঘাতকদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD