কারওয়ান বাজার থেকে যান চলাচল বন্ধ, হেঁটেই জানাজাস্থলে যাচ্ছেন মানুষ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে কারওয়ান বাজার এলাকা থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে হাজারো মানুষ হেঁটেই জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হচ্ছেন।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকেই কারওয়ান বাজার থেকে জাতীয় সংসদ ভবনমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু সড়ক নয়, অনেক মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও হেঁটে জানাজাস্থলের দিকে যেতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোলচত্বর, তেজগাঁও রেলগেটসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়। জানাজায় অংশ নিতে আসা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফার্মগেট হয়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করতে হচ্ছে।
বিজ্ঞাপন
জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মিরপুর সড়ক ব্যবহার করে কোনো গাড়ি যেন মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না আসে, সে জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়।
এদিকে জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, এপিবিএন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি চলছে। এ ছাড়া আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।
জানাজাকে কেন্দ্র করে রাজধানীর এই এলাকায় শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে। দূরদূরান্ত থেকে আসা মানুষের স্রোত যেন এক ইতিহাসের সাক্ষী হয়ে উঠেছে মানিক মিয়া অ্যাভিনিউ।








