খালেদা জিয়ার জানাজায় মৃত্যুবরণকারী ব্যক্তির পরিচয় শনাক্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন। তার বয়স ৫৬ বছর।
পুলিশ কর্মকর্তা জানান, জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আসার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় সেখানে মানুষের প্রচণ্ড ভিড় ছিল। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রে থাকা ছবির সঙ্গে তার চেহারার মিল পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী, মো. নিরব হোসেনের বাবার নাম মতিউর রহমান মিঞা।
জাতীয় পরিচয়পত্রে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী, তার বর্তমান ঠিকানা ঢাকার রমনা থানাধীন বড় মগবাজারের ডাক্তার গলি, শান্তিনগর এলাকায়। আর স্থায়ী বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
বিজ্ঞাপন
ঘটনাটি জানাজাস্থলে উপস্থিত মানুষের মধ্যে শোকের আবহ আরও গভীর করে তোলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।








