Logo

পথে পথে পুলিশ–সেনা–বিজিবি মোতায়েন, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩
7Shares
পথে পথে পুলিশ–সেনা–বিজিবি মোতায়েন, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেমেছে মানুষের ঢল।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হবে। বিপুল জনসমাগমের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড, তালতলা, আগারগাঁও ও আশপাশের সড়কগুলো দিয়ে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগোতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়কটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মিরপুর ও মহাখালী–বনানীমুখী কিছু সড়কে সীমিত পরিসরে যান চলাচল চালু রাখা হয়েছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছেন।

বিজ্ঞাপন

জননিরাপত্তা নিশ্চিত করতে শিশুমেলা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন এলাকা, শেরে বাংলা নগর থানা চত্বরসহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদও চলছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানানো হয়, জানাজা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় যেমন বাড়ছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও জোরদার করা হচ্ছে। শিশুমেলা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন ও শেরেবাংলা নগর এলাকায় দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার সারি সারি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে—যেসব যানে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের সামনে সেনাবাহিনী রাস্তা ডাইভারশন করেছে। সেখানে কেবল ডান দিকে মোড় নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিকল্পনা কমিশনের সামনের সড়ক দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একইভাবে আগারগাঁও থেকে খামারবাড়ি–ফার্মগেটগামী পথও বন্ধ, শুধু হেঁটে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

নেত্রকোনা থেকে আসা যুবদল নেতা আজিজুল ইসলাম বলেন, ‘আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি। আগারগাঁও থেকেই যান চলাচল বন্ধ, তাই হেঁটেই যেতে হচ্ছে। কষ্ট হলেও শেষ বিদায়ে অংশ নেওয়াই আমাদের কর্তব্য।’

বিজ্ঞাপন

দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান জানান, ‘সকালে গাবতলীতে নেমে কোনোভাবে শ্যামলী এসেছি। এরপর আর গাড়ি নেই। এখন আগারগাঁও পর্যন্ত হেঁটে আসতে হয়েছে।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, অতিরিক্ত জনসমাগম ও নিরাপত্তার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট (ইন্দিরা রোড) র‌্যাম্প বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে এফডিসি র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD