Logo

৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৬, ১৮:১১
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর রাজপথ উত্তাল হয়ে উঠেছে। বিচারের দাবিতে সোচ্চার সংগঠন ইনকিলাব মঞ্চ এবার সরাসরি সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত করে পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল না করা হলে দেশব্যাপী সরকার পতনের একদফা আন্দোলন শুরু করা হবে।

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে এসে বিশাল সমাবেশে রূপ নেয়। এসময় সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’ এবং ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’ স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলেন। তবে বিক্ষোভ চলাকালীন জনদুর্ভোগ এড়াতে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, ঘটনার ২১ দিন পার হলেও সরকার প্রকৃত খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে, যা সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তোলে। ৭ জানুয়ারি শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল জাবের বলেন, কোনো দেশের সাথে বিশেষ করে দিল্লির সাথে কোনো গোপন বৈঠক চলবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারো কাছে ইজারা দেওয়া হবে না। তিনি দাবি করেন, নির্বাচন পর্যন্ত রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ এবং হাদি হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা। এই লড়াই কেবল শুরু এবং হাদির দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD